প্রকাশিত: Sun, Dec 17, 2023 8:55 PM
আপডেট: Tue, Jan 27, 2026 9:52 AM

[১]ভোটে সেনা মোতায়েনের সম্মতি রাষ্ট্রপতির

এম এম লিংকন: [২] রোববার  রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বঙ্গভবনের বাইরে  সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম। 

[৩] তিনি জানান, এর আগে বেলা ১১টার আগে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ১১ টায় আরম্ভ হওয়া বৈঠকে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের প্রস্তাব তুলে ধরেন।

[৪] ১১ ডিসেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সংসদ নির্বাচনের আগে ও পরে ১৩ দিন সেনাবাহিনী চায় নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সে সময় তিনি আরো বলেন, ইসি যেভাবে সহায়তা চাইবেন সেভাবেই সহায়তা করবে সেনা বাহিনী। 

[৫] ইসি সচিব বলেন, কমিশন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতির কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনী নিযুক্ত করার জন্য অনুরোধ করা হয়। তিনি বলেন, সশস্ত্র বাহিনী কত দিন মাঠে থাকবে, তা আলোচনা করে ঠিক করা হবে। সম্পাদনা : সমর চক্রবর্তী